Quazi Adrita Rahman (Grade - 6)

বাংলাদেশ  আমাদের  মাতৃক দেশ। আমি বাংলাদেশে জন্মেছি। আমার পুর্বপুরুষরা যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে। আমাদের ভাই বোনরা দেশকে স্বৈরাচারী মুক্ত করেছে। বাংলাদেশের পরের প্রজন্ম আমরাই। যেহেতু আমিও বাংলাদেশের পরের প্রজন্ম, আমারও বাংলাদেশকে নিয়ে অনেক ছোট বোড়ো স্বপ্ন আছে। এবং আমি আমার প্রতি স্বপ্ন পূর্ণ করার জন্য ছোট হলেও কাজ করার চেষ্টা করি।

বাংলাদেশের পর্যটক জায়গা গুলো অনেক সুন্দর। কিন্তু মানুষ সে জায়গা গুলোতে অনেক ময়লা ফেলায়। তেমনি বাংলাদেশে আছে  বেশ বোড়ো বোড়ো নদী। সেগুলোরও একি সমস্যা। সেগুলোতেও মানুষ ময়লা ফেলে নোংরা করে দিয়েছে। আমার তা দেখলে খুব খারাপ লাগে। তাই আমি চাই যে আগামী বাংলাদেশে যেন কোনো ময়লা না থাকে। আমি প্রতিদিন চেষ্টা করি রাস্তায় এবং পানিতে ময়লা না ফেলা। এবং কেউ যদি  ফেলতে যায়, তখন তাকে বুঝানোর চেষ্টা করি যে কেনো তার রাস্তায় বা পানিতে না ফেলায় ময়লা রাখার ঝুরিতে ফেলান উচিত। 

আমার একটি বিড়াল আছে। এবং আমি পশু পাখিদের অনেক ভালোবাসি। আমি মাঝে মাঝেই দেখি যে অনেক কুকুর এবং বিড়াল অসুস্থ বা মরে পরে আছে। তাদের তো কেউ খেয়াল রাখেনা। অনেক মানুষ তাদের সাথে বিভিন্ন ভাবে অত্যাচার করে। আমার তাদের জন্য অনেক খারাপ লাগে। তাই আমি চাই যে আগামী বাংলাদেশে যেন শব পশু পাখি নিরাপদ ভাবে থাকতে পারে। তারা যেন মানুষকে দেখে ভয় না পায়। তাই আমি কোন কুকুর দেখলে আশপাশের কোন টং থেকে পাঁচ-দশ টাকার পাউরুটি কিনে তাদেরকে দেই। আমি ব্যাগের মধ্যে সবসময় বিড়ালদের খাবার রাখি যাতে রাস্তায় কোন বিড়াল দেখলে খাবার দিতে পারি। এবং কোন অসুস্থ প্রাণী দেখলে পশু পাখির ডাক্তারের কাছে নিয়ে যাই। 

মাঝে মধ্যে গাড়ি বা রিকশা করে কোথাও যেতে গিয়ে যখন যানজটে আটকা পরি তখন মাঝে মধ্যে একটা বা দুটা অসহায় মানুষ কিছু সামান্য টাকা চেতে আসে বা কিছু বিক্রি করতে আসেন। তাদেরকে দেখলে মনে হয় যেন তারা সকাল থেকে কিছু খায় নি। বাংলাদেশে এমন অনেকে আছে যারা কিছু খেতে পারেনা।যাদের কোনো বাড়ি নেই।তাদের কিছুটা টাকা উপার্জন করার জন্য অনেক পরিশ্রম করার লাগে।আমি চাই যে আগামী বাংলাদেশে সব মানুষের বাড়ি এবং খাবার থাকে।মা আমাকে মাঝে মাঝেই স্কুলে যাবার আগে কেনটিন থেকে কিছু খাওয়ার জন্য টাকা দেয়, সেখান থেকে খাওয়ার পরে টাকা বেঁচে গেলে তা আমি ভিক্ষুককে দিয়ে দেই।এতে সামান্য হলেও সাহায্য করি। 

বাংলা আমাদের জন্মস্থান।আমরা আমাদের ছেলেবেলা এখানে পার করেছি। তাই আমাদের উচিত বাংলা সংস্কৃতিকে ভালোবাসা এবং সম্মান করা। বাঙালীর সংস্কৃতির সব ধরনের উৎসব মোন ভোরে উদযাপন করা। আমি চাই এখন যেমন আমরা আমাদের  দেশ কে এতো ভালবাসি, আগামী বাংলাদেশেও যেন এমনি দেশপ্রেম আমাদের মধ্যে থাকে । আমি সব সময় করেছি এবং পরবর্তীতেও করব সবাইকে বুঝাতে চেষ্টা করি এবং করব যে নিজের দেশ কে মোন ভোরে ভালোবাস তে এবং নিজের দেশের ঠিক মোতো যত্ন নিতে।