Nusaiba Akbar Sarin (Grade- 6)

আমি আগামীর বাংলাদেশকে খুব সুন্দর,শান্তিপূর্ণ দেখতে চাই। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবলে অনেক কিছুর কথাই মনে হয়,কিভাবে আমাদের দেশটা আরও ভালো হতে পারবে, কিভাবে সব ঝামেলা মুক্ত থাকবে। 

আমি চাই বাংলাদেশ আরও উন্নত হক, সবার যাতে পড়াশুনার সুযোগ থাকে, সবাই যাতে চাকরি পায়, সবাই যাতে চিকিৎসা সেবা পায়। দেশটা যেন সুযোগে সুবিধা দিয়ে ভরে যায়, সবার যেন একটা সুন্দর ভবিষ্যৎ থাকে। বাংলাদেশ যেন এমন একটি দেশ হয়, যাতে সবার বসবাসের জন্য সব সুবিধা সহ থাকার জায়গা থাকে, সবাই যেন খেতে পায়, ঠিক মত ঘুমাতে পারে। সবাই যেন একে অন্যকে সম্মান করে,কেউ যেন কাউকে ছোট করে না দেখে, আমি এমন বাংলাদেশ দেখতে চাই। 

আমি আরও চাই যে, এই দেশটা যেন খুব পরিষ্কার পরিছন্ন থাকে, রাস্তায় যেন কোন ময়লা আবর্জনা না থাকে। পানি যাতে পরিষ্কার পরিছন্ন বিশুদ্দ থাকে, সবাই যেন নিরাপদ পানি পান করতে পারে। এই দেশে যেন ট্রাফিক জ্যাম না থাকে, রাস্তায় যেন কোন চুরি, ছিনতাই না হয়। সবাই যেন নিরাপদে চলাফেরা করতে পারে। 

সবশেষে আমি চাই একটা রঙিন বাংলাদেশ ,যেখানে সবাই মিলে খুব সুখে আনন্দ নিয়ে যেন আমরা থাকতে পারি, সবাই সবাইকে ভালবাসতে পারি, কেউ যেন কাউকে কষ্ট না দেই। সবাই যেন শান্তিতে বেঁচে থাকতে পারি।